নতুন বছর অন্যরকমভাবে শুরু করতে চাই: শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:৪৫ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নতুন বছরের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
নিজের পরিকল্পনা নিয়ে শাকিব খান বলেন, সংখ্যার দিকে এ বছর কম কাজ হলেও ভালো বাজেটের বড় কাজ করব বেশ কয়েকটি। গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা হয়েছে। সেগুলো এ বছর বাস্তবায়নের মুখ দেখবে। সর্বোপরি সর্বোপরি এ বছরটা হবে বেস্ট বেস্ট প্রজেক্ট করার বছর।'
তিনি আরও বলেন, নতুন বছর অন্যরকমভাবে শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দেব এ বছর। করোনার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটছে। গত বছর এ অবস্থার কিছুটা উত্তরণ হয়েছে। আমাদের জন্য নতুন বছরে আশা করি আরও ভালো কিছু অপেক্ষা করছে।
উল্লেখ্য, শাকিব খান অভিনীত 'লিডার, আমিই বাংলাদেশ', 'অন্তরাত্মা' নামের সিনেমাদুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
জেবি/এসবি