নতুন বছরে চমক নিয়ে আসছেন দেব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
বছরের শুরতেই টালিউডের সুপারস্টার দেব নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। সম্পতি তার ফেসবুুক ভেরিফাইড পেজে তিনি বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শীঘ্রই।’
এদিকে ভারতে মুক্তি পেয়েছে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। নতুন বছরে পশ্চিমবঙ্গসহ সারা ভারতে অর্থাৎ মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল ছবিটি।
সামাজিক মাধ্যমে দেব জানান, প্রজাপতির সাফল্যে প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেন খুবই খুশি। কেননা সাম্প্রতিক সময়ে কোনও বাংলা ছবিই একসঙ্গে সারা ভারতে হাউজফুল হয়নি। সেই ক্ষেত্রে রেকর্ড গড়ল এই ছবি। তবে এরই পাশাপাশি বছরের প্রথম দিনে আগামী ছবির ঘোষণা করলেন দেব।
যেখানে দেবের সঙ্গে দেখা যাচ্ছে অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনকে। টনিক ও প্রজাপতির সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে এই ত্রয়ী। তবে ছবির বিষয় ও অন্যান্য কোনও বিষয় নিয়েই কথা বলতে চাননি অভিনেতা।
আরএক্স/