নতুন রূপে ধরা দিলেন কারিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
বলিউড জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বর্ষবরণের আগেই ছুটি কাটাতে সপরিবারে সুইজারল্যান্ড গিয়েছেন তিনি। সেখানে গিয়ে ধরা দিয়েছেন নতুন রূপে।
সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, শ্যাওলা রঙের এক জমকালো গাউনে রানির ভঙ্গিমায় আছেন তিনি। গাউনের এক পাশ চেরা। ঊরু থেকে পায়ের পাতার সবটুকুই উন্মুক্ত তার।
ত্বকের গোলাপি আভা গাউনের সবুজের বিপ্রতীপে মোহাবেশ তৈরি করতে পারে। দুপাশের হলুদ দেওয়ালে তারই বিচ্ছুরণ। সেই ছবি দিয়ে করিনা জানালেন, নতুন বছরের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলছেন।
ছবির নিচে এক ভক্ত লিখেছেন, ‘কী অপূর্ব! বয়স যত বাড়ছে রূপও তত ফেটে পড়ছে বেবোর। কোনোরকম অস্ত্রোপচার কিংবা বোটক্স ছাড়াই তিনি সুন্দর।’
জেবি/এসবি