ইসরাইলের অভিযানে দুই ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪৫ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩


ইসরাইলের অভিযানে দুই ফিলিস্তিনি নিহত
ইসরাইলি বাহিনীর অভিযান

পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর পশ্চিমতীরের জেনিন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতেরা হলো- মোহাম্মাদ সামের হোসিয়ে (২২) এবং ফুয়াদ মুহাম্ম আবেদ (২৫)।


বিষয়টি জানিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের  অভিযানে কমপক্ষে  ৩ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে কুফর দান এলাকায় ইসরাইলি বাহিনী অভিযান শুরু করে। এতে সংঘর্ষ শুরু হয়। ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে জানালেও হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেনি।


জেবি/এসবি