গোটা দুনিয়া এক কিংবদন্তি কণ্ঠস্বর হারাল: কুমার শানু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গোটা দুনিয়া এক কিংবদন্তি কণ্ঠস্বর হারাল: কুমার শানু

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। রবিবার ( ফেব্রুয়ারি) সকালে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

তার মারা যাওয়ার খবরে শোকাহত গুণী এই শিল্পীর ভক্ত অনুরাগীরা।

লতার সঙ্গে বেশ কিছু গানে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দেওয়া ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুও ভেঙে পড়েছেন লতার মৃত্যুর খবরে।

লতার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন-‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, ‘পেয়ার কো হো জানে দো মতো কালজয়ী গান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে কুমার শানু বলেন, ‘অনেক গান গেয়েছি লতাজির সঙ্গে। মানুষের মন জয় করতে পেরেছে সে গানগুলি। আমার মতে, তার মতো অভিজ্ঞতা গোটা বিশ্বে আর কারও নেই।’’ রেকর্ডিং স্টুডিয়ো বা গানের অনুশীলনের সময়ে শানু অনেক কিছু শিখেছেন লতার কাছ থেকে। তাঁর আত্মবিশ্বাসে বারবার শান

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়