অবশেষে নিরবতা ভাঙলেন রাজ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৫১ এএম, ৩রা জানুয়ারী ২০২৩


অবশেষে নিরবতা ভাঙলেন রাজ
শরিফুল রাজ

ঢালিউডের তারকা দম্পতি পরি-রাজের বিচ্ছেদের কথা আগেই জানিয়েছিলেন পরীমণি। তখন এ বিষয়ে রাজের মন্তব্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিরবতা ভাঙলেন তিনি। 


গণমাধ্যমকে রাজ বলেন,‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর (পরী) এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।’


তিনি আরও বলেন,  ‘আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কি না, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’


তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও  স্পষ্ট করেন না। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, আর হবে না।’


সামাজিকমাধ্যম ফেসবুকে পরীমণির ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’


জেবি/এসবি