রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩
ভারতের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্র সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে এই গুণী সঙ্গীত শিল্পী মারা যান।
জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সুমিত্র সেন। গত বছরের ২১ ডিসেম্বর এই সঙ্গীত শিল্পী ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। পরে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, নিউমোনিয়া থেকেই সুমিত্রার শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছে। তবে কিছুটা সুস্থ হওয়ার পর। সোমবার (২ জানুয়ারি) তাকে বাড়িতে আনা হয়। কিন্তু মঙ্গলবার ভোর চারটার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সুমিত্রা।
জেবি/এসবি