কাউছারের সংগীতায়োজনে আসিফের ‘আমায় নিয়ে খেলছো তুমি’


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


কাউছারের সংগীতায়োজনে আসিফের ‘আমায় নিয়ে খেলছো তুমি’
কাউছার খান- আসিফ আকবর

নতুন বছরের শুরুতে প্রকাশ পেল জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবরের কণ্ঠে ‘আমায় নিয়ে খেলছো তুমি’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। তরুণ সংগীত পরিচালক কাউছার খানের সংগীতায়োজনে গানটি  লিখেছেন গীতিকার মামুন আফনান রুমী এবং সুর করেছেন মোহাম্মদ মিলন।


সৈকত রেজার পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আহমেদ ও সাকিলা পারভিন।  এ আর কে এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।


গান প্রসঙ্গে সংগীত পরিচালক কাউছার খান বলেন, ‘আসিফ ভাইয়ার সাথে প্রথম বারের মতো কাজ করলাম, ভাইয়ার গানের ভক্ত ছিলাম তাই ভাইয়ার সাথে কাজ করার অনুভূতি অন্যরকম।অনেক সপ্ন ছিলো সপ্নটা পুরন হলো।’


তিনি আরও বলেন, ‘আসিফ ভাইয়া যে ধরনের গান করেন চেষ্টা করেছি সে ধরনের একটি গান করার, আশা করি “আমায় নিয়ে খেলছো তুমি” গানটি শোনার পর সবার পছন্দে হবে। আসিফ ভাইয়া নিজেও গানটি পছন্দ করেছেন ।’