দেশে আরও ৩১ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৯ এএম, ৪ঠা জানুয়ারী ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জনে। একই সময় করোনায় কারও মৃত্যু হয়নি। এর ফলে মোট মৃত্য ২৯ হাজার ২৯ হাজার ৪৪০ জনই থাকছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১০৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৩০ জন। এসময়ে ৪ হাজার ১৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭৪ শতাংশ। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
জেবি/এসবি