এবার সুখবর দিলেন পরিমণি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


এবার সুখবর দিলেন পরিমণি
পরিমণি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। সংসার ভাঙার খবর দিয়ে বছরের শেষ দিন বেশ আলচোনায় ছিলেন তিনি। এবার ভক্তদের সুখবর দিলেন পরী।


বুধবার (৪ জানুয়ারি) সকালে পরীমণি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে লিখেন, 'আমাদের #অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবন এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি। শিশুতোষ চলচ্চিত্র "অ্যাডভেঞ্চার অব সুন্দরবন"। 


ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ''রাতুলের দিন,রাতুলের রাত'' উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।


এর আগে গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি)  সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।


গানটিতে কণ্ঠ দান করেছেন বাউল শফি মণ্ডল। গানের কথা লিখেছেন,  গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।


জেবি/এসবি