বইয়ের মান খুব খারাপ হওয়ার কথা নয়: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৬ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা তাদের শ্রেণির পূর্নাঙ্গ বই হাতে পাবে।
বুধবার (৪ জানুয়ারি) চাঁদপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ততো ভালো নয়। আমাদের দেশে সবাই মনে করে বই যতা বেশি সাদা হবে ততো বেশি ভালো তা কিন্তু নয়।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর সেকেন্ডারি পাল্প ছাড়া কোনো পাল্প দেশে ছিলো না। আমাদের কাছে সেকেন্ডারি পাল্প ছিলো তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আর সেটাতে বইয়ের মান একেবারেই খুব খারাপ হওয়ার কথা নয়।
তিনি বলেন, অতি মহামারির পর এবং বৈশ্বিক মন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।