গাইবান্ধার নির্বাচন সফল হয়েছে: কাজী হাবিবুল আউয়াল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৭ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩


গাইবান্ধার নির্বাচন সফল হয়েছে: কাজী হাবিবুল আউয়াল
সিইসি কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা হয়নি। নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়েছে। এবং নির্বাচন সফল হয়েছে।


বুধবার (৪ জানুয়ারি) নির্বাচন ভবনে ভোট শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ভোটের শুরুতেও পরিবেশ সুন্দর ছিল, সমাপ্তিটাও চমৎকার হয়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে সুন্দর ভোট হয়েছে। এক কথায় নির্বাচনটা সফল হয়েছে।


তিনি বলেন, ইভিএমে ধীরগতি ছিল না, কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। ভোট বিকেল সাড়ে ৪টায় শেষে হয়েছে, সব কিছু গুছাচ্ছে দেখেছি। 


ইভিএমে ভোট হওয়ার পাশাপাশি সিসি ক্যামেরা থাকায় স্বচ্ছ নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করেন সিইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কি না সে সিদ্ধান্ত এখনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।


কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেকটোরাল গভার্ন্যান্স ও সিসি ক্যামেরা একটা নতুন সংযোজন। এটা অনেক তীক্ষ্ণ ও কার্যকর হচ্ছে। সুষ্ঠু ভোটে সিসি ক্যামেরা ইতিবাচক। 


প্রশাসনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, মাঠে প্রশাসন পুলিশ কর্মকর্তা-তাদের ওপর আমাদের নজরদারি থাকবে। আপনারা দেখেছেন, জেলা প্রশাসন পুলিশ ও আমাদের কর্মকর্তারা পেশাদারত্ব দেখিয়েছে, নিরপেক্ষভাবে কাজ করে দেখিয়েছেন।