মান-অভিমান ভুলে রাজের ঘরে ফিরলনে পরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩
মান-অভিমান ভুলে স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা।
বুধবার (৪ জানুয়ারি) রাত ১১টা ৪২ মিনিটে শিলা তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গেছে, পরীমণি-রাজ শিরিন শিলার সঙ্গে ভিডিও কলে কথা বলছে এবং তাদের ছেলে রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।
ছবির ক্যাপশনে শিরিন শিলা লেখেন, অভিনন্দন দোস্ত পরীমণি সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।
তিনি আরও লেখেন, যারা পরী মনির সংসারে ভাঙ্গন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।
জেবি/এসবি