আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩
আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফরে যাচ্ছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে খুলনায় যাওয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, খানজাহান আলী সেতু পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ঘাট পার হয়ে দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
সূত্রে জানা গেছে, দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা দেখা করতে পারবেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় গিয়েছিলেন।