চীনকে সতর্ক করলো ‘হু’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩


চীনকে সতর্ক করলো ‘হু’
ফের করোনা সংক্রমণ বাড়ছে চীনে- ফাইল ছবি

ফের করোনা সংক্রমণ বাড়ছে চীনে। একইসঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। মূলত জিরো কোভিড নীতি বাতিলের ঘোষণা দেয়ার পর থেকে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে দেশটি।


চীনে কোভিড পরিস্থিতির প্রকৃত তথ্য অপর্যাপ্তভাবে প্রকাশ করা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষ করে প্রাণহানির তথ্য কম প্রকাশ করা নিয়ে সতর্ক করেছে সংস্থাটি।


বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে  তথ্য জানিয়েছে। 


প্রতিবেদনে বলা হয়েছে, চীন গত মাসে কোভিড সংক্রান্ত মৃত্যু ঘোষণার জন্য নিজেদের মানদণ্ড পরিবর্তন করে। এর ফলে শুধুমাত্র যারা শ্বাসযন্ত্রের অসুস্থতায় মারা যায় তাদের মৃত্যু করোনার কারণে হয়েছে বলে গণনা করা হয়। চীনের এই মানদণ্ড ডব্লিউএইচওর নিয়মের বিরুদ্ধে।