দেশের ৮ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৩
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তিনি জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এই ধারা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মো. আব্দুল হামিদ মিয়া জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।