মোবাইলে কথা বলার সময় লিফটের গর্তে পড়ে কলেজছাত্রের মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৪ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৩


মোবাইলে কথা বলার সময় লিফটের গর্তে পড়ে কলেজছাত্রের মৃত্যু
রাকিব হাসান

শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার উপ-শহর “টাউন হল শপিং সেন্টার” মার্কেটের চার তলা ভবনের অরক্ষিত লিফটের গর্তে পরে রাকিব হাসান (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।


বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার জৈনা বাজার টাউন হল শপিং সেন্টার মার্কেটের নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হয়। 


জানা যায়, টাউন সেন্টার মার্কেটটি উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের।


নিহত যবকের নাম রাকিব হাসান (২২) পিতা মোঃ সাহাদাৎ হোসেন সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। নিহত রাকিব শ্রীপুর উপজেলার আব্দুল আউয়াল বিশ্ব বিদ্যালয় কলেজের ছাত্র।


পরিবার সূত্রে জানা যায়,  বুধবার সন্ধায় কিছু কেনা কাটা করার জন্য জৈনা বাজার যায়,পরে টাউন সেন্টার মার্কেটে গেলে তার ফোনে ফোন আসে সে ফোনে কথা বলতে বলতে মার্কেটের চার তল উপরে উঠে গেলে অন্ধার থাকায় এবং লিফটের জায়গাটা অরক্ষিত থাকায় হঠাৎ করে পরে যায় রাকিবটের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান ‘ওই যুবকের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। চারতলা থেকে নিচে পড়ে তাঁর কোমর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এমনিতেই চারতলা থেকে নিচে পড়ে বেঁচে থাকাটা ভাগ্যের ব্যাপার।’


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন লিফটের গর্তে পড়ে আহত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রাকিবের স্বজন ও সঙ্গে থাকা বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবো। তাদের কোনও অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেবো। 


জেবি/এসবি