সংসদের শীতকালীন অধিবেশন শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৩ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৩


সংসদের শীতকালীন অধিবেশন শুরু
সংসদের শীতকালীন অধিবেশন

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে এ অধিবেশন শুরু হয়।


এর আগে বিকেল ৩টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। পরে ১১ ডিসেম্বর ছয়জন ও গত ২২ ডিসেম্বর একজনসহ এ দলের সবাই পদত্যাগ করেন।


এ অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হয়।


এদিকে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে এটাই হবে রাষ্ট্রপতির শেষ ভাষণ। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী চলতি বছরই নির্বাচনের সময় শুরু হবে। এ বছর ডিসেম্বরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।