ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো মঞ্চ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫১ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৩
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতাকর্মীদের মিলনমেলা করে সংগঠনটি। মিলনমেলায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।
এসময় মঞ্চে থাকা ওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছিল।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।
মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর বক্তব্য দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোন মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?
এর আগে বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বাংলাদেশ ছাত্রলীগ।এতে অংশ নিতে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা।
অনূষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
পরে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
আরএক্স/