একসঙ্গে দুবাই যাচ্ছেন রাজ-পরী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:০০ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩


একসঙ্গে দুবাই যাচ্ছেন রাজ-পরী
রাজ-পরী

বিচ্ছেদ ইস্যু শেষ, মান-অভিমান ভুলে একসঙ্গে দুবাই যাচ্ছেন পরীমণি ও রাজ।  কিন্তু কেন, কী কারণে দুইবাই যাচ্ছে তারা?


জানা গেছে, আগামী ১৫ জানুয়ারিতে দুবাইয়ের বসতে যাচ্ছে 'রিয়েল হিরোস অ্যাওয়ার্ড' অনুষ্ঠান। তারা ছাড়াও এতে অংশ নেবেন ঢালিউডের এক ঝাঁক তারকা।  এদের মধ্যে রয়েছে  শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সুপার স্টার শাকিব খান, শরিফুল রাজ, পরীমণি, তমা মির্জা, নির্মাতা রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।


'রিয়েল হিরো এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস' পেজের এক ভিডিও বার্তায় পরীমণি  বলেন,  আসসালামু আলাইকুম, 'আমি আপনাদের পরীমণি। স্বাগত সবাইকে। আমি আসছি রিয়েল হিরো সিজন টুয়ে। আগামী ১৫ জানুয়ারি উইনার স্পোর্টস ক্লাব, আজমাইনে। দেখা হচ্ছে তবে।'


অপরদিকে শরিফুল রাজ বলেন,'হ্যালো, দিস ইজ রাজ। মি অ্যান্ড পরি, উই আর কামিং অ্যাট রিয়েল হিরো সিজন টু, উইনার স্পোর্টস ক্লাব।'


জেবি/এসবি