ব্রজিলের প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা, গ্রেফতার ৪০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৩
ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুরসহ তাণ্ডবের ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের হটিয়ে গুরুত্বপূর্ণ এসব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অন্তত ৪০০ দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাজিলে ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর ইবানস রোচা এক টুইট বার্তায় বলেন, গ্রেফতারকৃতরা যে অপরাধ করেছে তার শাস্তি পাবে। তিনি লেখেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা অংশ নিয়েছে আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি। আমরা শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স,চীনসহ জাতিসংঘের মহাসচিব এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
জেবি/এসবি