ভক্তদের সুখবর দিলেন পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৩
সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি নিয়েই বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা।
এর মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন পরী। সিনেমাটির নাম 'চলো বদলে যাই'।
রবিবার (৮ জানুয়ারি) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নির্মাতা রায়হান জুয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন। ' চলো বদলে যাই'। নিচে ইংরেজিতে লেখেন, 'আওয়ার নেক্সট'।
নতুন এই সিনেমাটির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান জুয়েল। গণমাধ্যমকে তিনি বলেন, এই সিনেমার (চলো বদলে যাই) গল্প ভাবার সময় পরীকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শোনানোর পর, সে (পরী) খুব পছন্দ করেছে। গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড।
জেবি/এসবি