৬ কেজি ওজন কমিয়ে যা বললেন দিঘী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৪২ পিএম, ১০ই জানুয়ারী ২০২৩


৬ কেজি ওজন কমিয়ে যা বললেন দিঘী
দিঘী

শিশু শিল্পী হিসেবে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দিঘী এখন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা। সম্প্রতি নিজের শারীরিক ওজন বৃদ্ধির জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এজন্য ৬ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন এ অভিনেত্রী।


গণমাধ্যমকে দিঘী বলেন, গত জন্মদিনের আগে থেকেই ওজন কমানোর চেষ্টা করছিলাম। ওই সময় চার কেজি ওজন কমাতে সক্ষম হই। সম্প্রতি আরও দুই কেজি কমেয়েছি। আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট হবে।


তিনি আরও বলেন, গত কয়েক মাসে যেখানে গেছি, সেখানেই ডায়েটটা খু মেইটেইন করেছি। যে কারণে হয়তো পেরেছি। আর দুই কেজি কমানোর পর যে ওজন থাকবে, সেটা ধরে রাখলেই চলচবে।


জেবি/এসবি