টিসিবির পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সারাদেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে এসব পণ্য বিতরণ করা হবে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে বছরের প্রথম পণ্য বিক্রি করছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ডধারী ১ জন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন।
টিসিবি জানায়, নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য বিক্রি ১০ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এই কার্যক্রম পরিচালনা করবেন।