ইতিহাস নিষ্ঠুর, সে সব কিছু মনে রাখে: ফারুকী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
গুলশানের হোলি আর্টিজান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী। গত বছর আগে এ সিনেমার কাজ সম্পন্ন হলেও হলের পর্দায় এ সিনেমা দেখা মেলেনি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এ সিনেমার নির্মাতা ফারুকী।
সোমবার (৯ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রনালয়। গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি “ফারাজ” মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারীর ৩ তারিখ। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরনা নিয়ে “শনিবার বিকেল” বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা। আমাদের ছবি আর্টিজানের ঘটনা পূনঃনির্মান করে নাই, এমন কি ঐ ক্যাফের ভিতরের কোনো চরিত্র পূনঃনির্মানও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারন কি এই দেশের নাগরিক হওয়া?
ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।
জেবি/এসবি