‘মাংস বিক্রি করতে লাইসেন্স লাগবে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩


‘মাংস বিক্রি করতে লাইসেন্স লাগবে’
গরুর মাংসের দোকান

এখন থেকে মাংস বিক্রির জন্য লাগবে লাইসেন্স। আর এই অনুমতিপত্র নিতে খরচ হবে ১৫ হাজার টাকা।


সম্প্রতি এক আদেশ জারি করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অফিস। সেটি অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 


আদেশে বলা আছে, শুধু মাংস বিক্রি নয়, জবাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন ও পরিচালনার জন্যও এই অধিদপ্তরের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। এতে সর্বোচ্চ ৭০ হাজার টাকা খরচ হবে।


আদেশে বলা হয়েছে, মাংস বা মাংসজাত পণ্য উৎপাদনের পরিমাণ প্রতি সপ্তাহে এক টনের নিচে হলে আবেদন ফি এক হাজার, অনুমতিপত্রের ফি ১৫ হাজার ও নবায়ন ফি দেড় হাজার টাকা দিতে হবে। 


অধিদপ্তরের মহাপরিচালক মো. এমদাদুল হক তালুকদার বলেন, যত্রতত্র পশু জবাই পরিবেশের জন্য ক্ষতির। তা ছাড়া গবাদিপশুর অনেক রোগ আছে, যা মানবস্বাস্থ্যের জন্য হুমকির।