বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন
যদি ব্যর্থ হই তাহলে হাইকোর্টে যাবো: হিরো আলম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩
অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে যদি ব্যর্থ হই তাহলে হাইকোর্টে যাবো।
মঙ্গলবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শাখায় প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন হিরো আলম।
তিনি বলেন, দুটি আসনে প্রার্থিতা ফিরে পেলে উভয় আসনেই নির্বাচন করবো। সুষ্ঠু ভোট হলে আমি শতভাগ জয়লাভ করবো।
হিরো আলম বলেন, কাগজপত্র সব আমি এখানে জমা দিয়েছি। এখন যাচাই-বাছাইয়ে বুঝতে পারব, তারা সুষ্ঠু বিচার করল, না অবিচার করল।
হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে পেয়ে গতবারের সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জানতে চাইলে হিরো আলম বলেন, তখন প্রথমবার আমি এমপি ইলেকশন করি। তখন অভিজ্ঞতা একটু কম ছিল। বুঝিনি এত ঝামেলা হবে।
বগুড়া পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এমন দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আইন সবার জন্য সমান, আমি হিরো আলম বলে তো তারা আমাকে বাইরে রাখবে না। আমার সম্মান নষ্ট করার জন্য কিছু লোক অপপ্রচার চালাচ্ছে।