আরিয়ানের সঙ্গে প্রেম, যা বললেন পাকিস্তানি অভিনেত্রী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩


আরিয়ানের সঙ্গে প্রেম, যা বললেন পাকিস্তানি অভিনেত্রী
আরিয়ানের সঙ্গে সাদিয়া খান

বলিউডের বাদশা শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে আলোচনার শেষ নেই। একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন তিনি। চলতি বছরের শুরুতেই  নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় তার। এরপর তার ছবি ভাইরাল পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে।


তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানি এ অভিনেত্রী। তার মতে, এই ধরনের শিরোনাম করার ক্ষেত্রে সবার আরও সচেতন হওয়া উচিত।


সম্প্রতি সংবাদমাধ্যম সিটি টাইমসকে সাদিয়া বলেন, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।


এর আগে দুইবাইতে নববর্ষ উদযাপনের সময় এক পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিকমাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী।  সেই ছবি ঘিরেইশুরু হয় গুঞ্জন।  অনেকে মনে করেন, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে শাহরুখপুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন।


জেবি/এসবি