এশিয়ার প্রথম গোল্ডেন গ্লোব জিতল ‌‘আরআরআর’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩


এশিয়ার  প্রথম গোল্ডেন গ্লোব জিতল  ‌‘আরআরআর’
এমএম কিরাভানি

মনোনয়ন পেয়েই সাড়া ফেলে দেওয়া  ‘আরআরআর’ এবার ভারতের হয়ে প্রথম গোল্ডেন গ্লোব জিতে নিয়েছে। সেরা মৌলিক গানের বিভাগে ‘আরআরআর’এর ‘নাটু নাটু’গানের জন্য পুরস্কারটি দেওয়া হয়েছে।


বুধবার (১১ জানুয়ারি) সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই বিভাগে টেইলর সুইফট ও রিহানার গানও মনোওনয়ন পেয়েছিল।


গানটির কম্পোজ করেন এমএম কিরাভানি। তিনিই পুরস্কারটি গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ‘আরআরআর’কর্তৃপক্ষ খবরটি শেয়ার করে টুইটারে লেখে,‘এশিয়ার প্রথম গান হিসেবে গোল্ডেন গ্লোব জিতেছে ‘নাটু নাটু’। দিন শুরু করার জন্য এর চেয়ে সেরা খবর আর হয় না’।


‘আরআরআর’ সিনেমায় দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি।


জেবি/এসবি