চঞ্চল চৌধুরীকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২৯ এএম, ১২ই জানুয়ারী ২০২৩

প্রয়াত কলকাতার কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন নির্মাতা সৃজিত মুখার্জির। যার নাম ‘পদাতিক’। এতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
নির্মিতব্য এই চলচ্চিত্রটির জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করেন তিনি।
ক্যাপশনে তিনি লেখেন, সবার জন্য শুভ কামনা। হ্যাশট্যাগে লিখেছেন চঞ্চল চৌধুরীর নাম। এ ছাড়া সৃজিত মুখার্জীর নামও লিখেছেন হ্যাশট্যাগে।
এর আগে গত ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয় চঞ্চলের।
ফিরদৌসুল হাসানের প্রযোজনায় ‘পদাতিক’চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তী প্রমুখ। চলতি মাসেই দিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
জেবি/এসবি