ফুটবল মাঠে নাচে-গানে উত্তাপ ছড়ালেন অপু বিশ্বাস


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:৪৭ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


ফুটবল মাঠে নাচে-গানে উত্তাপ ছড়ালেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস

ফুটবল বিশ্বকাপের উত্তাপ সদ্য গত হতেই জয়পুরহাটের কালাইয়ে ফুটবল মাঠে নাচে-গানে উত্তাপ ছড়ালেন ঢাকাই ছবির কুইন অপু বিশ্বাস। উপজেলার যুব সমাজের উদ্যোগে চাকলমুয়া গ্রামের মাঠে জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 


রাজজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার দল ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে চাকলমুয়া ফুটবল খেলার মাঠে আয়োজকরা এলাকার মেয়ে হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উপস্থিত করেন। 


তাকে এক পলক দেখতে কয়েক হাজার ভক্তসহ এলাকাবাসী ভির জমায়। খেলা শুরুর আগে অপু বিশ্বাস মঞ্চে ওঠেন। প্রায় ঘণ্টাখানেক ধরে তিনি নাচে-গানে মাতিয়ে তোলেন ভক্ত, ফুটবলপ্রেমী ও দর্শকদের।


জেবি/এসবি