মৃত্যুর আগে কার সঙ্গে ভিডিও কলে ছিলেন তুনিশা?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


মৃত্যুর আগে কার সঙ্গে ভিডিও কলে ছিলেন তুনিশা?
তুনিশা শর্মা

ভারতের অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর মামলার জট কোনো ভাবেই খুলছে না! তার মৃত্যুর মামলায় ঘটনায় গ্রেফতার করা হয় অভিনেতা শিজান মোহাম্মদ খানকে। কিন্তু আদালতে কয়কদিন আগেই শিজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিং অ্যাপ টিন্ডারে যুক্ত হয়েছিলেন তুনিশা। 


সেখানেই নাকি আলি নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত কথা বার্তা চলত তাদের। মৃত্যুর আগে ১৫ মিনিট তার সঙ্গে ভিডিও কলে ছিলেন তুনিশা।


কিন্তু কে এই আলি? সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তুনিশার চাচা পবন শর্মা। শিজানের আইনজীবী যে দাবি করেছেন তুনিশা ও আলি সম্পর্কে এবার তার পাল্টা জবাবে অভিনেত্রীর চাচা বলেন, 'আলি তুনিশার জিম প্রশিক্ষক। পাঁচ বছর আগে তুনিশার সঙ্গে পরিচয় হয়। মাঝে যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আলিকে ডেটিং অ্যাপে দেখার পর একের অপরের নম্বর আদানপ্রদান করেন।'


তিনি আরও জানান, 'তুনিশা সবার সঙ্গেই যোগাযোগ রাখতেন। একে অপরের ভালো বন্ধু ছিলেন তারা। কিন্তু মৃত্যুর আগে আলির সঙ্গে কথা বলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।' 


জেবি/এসবি