আদিলকে বিয়ে করে রাখি এখন ফাতিমা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩
বলিউড অভিনেতা আদিল খানকে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সামাজিকমাধ্যমে বুধবার (১১ জানুয়ারি) হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় তাদের বিয়ের ছবি। এছাড়া প্রকাশ্যে এসেছে বিয়ের ভিডিও ও সার্টিফিকেট।
বিয়ের সার্টিফিকেটে দেখা গেছে, নিজের নাম বদলে ফেলেছেন রাখি। তার নামের সঙ্গে যুক্ত করেছেন ফাতিমা। এখন পুরো নাম রাখি সাওয়ান্ত ফাতিমা।
জানা গেছে, গোপনে আদিলকে বিয়ে করেছেন রাখি। ছবিতে দেখা গেছে,গলায় মালা পড়ে, হাতে বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন তারা দু'জন।
এদিকে, সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রাখি ও আদিল একসঙ্গে বসে রয়েছেন। পাশেই এক ব্যক্তি রাখিকে কালিমা পড়াচ্ছেন।
রাখি নিজেই প্রেমিক আদিলের নাম জানিয়েছিলেন। তবে এবার প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও আর ছবিও আপলোড করেন রাখি।
এর আগে রিতেশ সিং নামে এক ব্যক্তির সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। সেই বিয়েও গোপন রেখেছিলেন রাখি। তবে রিতেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ নানাবিধ অভিযোগ এনে আলাদা হয়ে যান তিনি। এরপরে তার জীবনে আসে ৬ বছরের ছোট আদিল।
জেবি/এসবি