বর্ষা এখন ভিলেন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৫৩ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি ‘কিল হিম’ নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। ক্যারিয়ারের শুরু থেকে নায়িকার ভূমিকায় অভিনয় করলেও এই প্রথম সিনেমাটিতে খলনায়িকা অভিনয় করলেন বর্ষা।
নির্মাতা মো. ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমাটিতে বর্ষাকে ভিলেন হিসেবে দেখা গেলেও তার বিপরীতে দেখা যাবে অনন্ত জলিলকে। কিন্তু তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। ২০২২ সালের ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে।
খলনায়িকা ভূমিকায় অভিনয় প্রসঙ্গে গনমাধ্যমকে বলেন, 'আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, না হলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না। দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।'
তিনি আরও বলেন, 'একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা। আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি। যার ব্যাপ্তি, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে।'
জেবি/এসবি