স্ত্রীর বিরুদ্ধে উল্টো অভিযোগ আরজে কিবরিয়ার


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৫৩ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩


স্ত্রীর বিরুদ্ধে উল্টো অভিযোগ আরজে কিবরিয়ার
গোলাম কিবরিয়া ওরফে আরজে কিবরিয়া

বেড়াতে গিয়ে ছেলে ও নিজেকে মারধরের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন আরজে কিবরিয়া। 


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে কক্সবাজার মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।


কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, আরজে কিবরিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে এসে পর্যটন এলাকার হোটেল সাইমনের ১০২ নম্বর কক্ষে উঠেন। বৃহস্পতিবার দুপুরের দিকে আরজে কিবরিয়ার স্ত্রী রাফিয়া লোরা সন্তানকে মারধর করেন। আরজে কিবরিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তার স্ত্রী। পরে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আরজে কিবরিয়া বাদী হয়ে তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।


সদর মডেল থানার অফিসার ইনচার্জ আরও জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর সূত্র ধরেই এ ঘটনাটি ঘটেছে।