'বন্ধুদেরকে বয়ফ্রেন্ড বা জামাই বানিয়ে দেওয়া বন্ধ করুন'
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩
ঢালিউডের আলোচিত অভিনেত্রী হুমায়রা সুবহা। ব্যক্তিজীবনের নানা ঘটনায় বেশ কয়েকবার আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি তার নতুন প্রেমে গুঞ্জনে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক যুবকের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেন সুবহা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এবং সে। ৩ বছর! মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ।’
মূলত এই পোস্টের পরই শুরু হয় সুবহার প্রেমের গুঞ্জন। এদিকে, গুঞ্জনে জল ঢেলে সুবাহ জানিয়েছেন, আমি মুখ দেখালাম না, বললামও না সে আমার কে! জামাই বা বয়ফ্রেন্ড- সে তো এইসব নাও হতে পারে! কিছু ইস্যুর কারণে আমি তার ফেস হাইড (লুকিয়েছি) করেছি। সবচেয়ে বড় কথা, সে আমার খুব ভালো বন্ধু, বিপদের বন্ধু।
অভিনেত্রীর ভাষ্য, মিস্টার পারফেক্ট কি শুধু মানুষ জামাইকে বলে? জামাই আর বয়ফ্রেন্ড যদি এতো পারফেক্টই হতো, তাহলে কারো সঙ্গে কারো ব্রেকআপ বা ডিভোর্স হতো না। কিন্তু কখনো কখনো কারো কাছে একটা ভালো বন্ধুও পারফেক্ট মানুষ হয়।
ক্ষোভ ঝেড়ে তিনি আরও বলেন, 'না জেনেশুনে আমার বন্ধুদেরকে বয়ফ্রেন্ড দেওয়া বা জামাই বানিয়ে দেওয়া বন্ধ করুন।
জেবি/এসবি