এবার রাজ প্রসঙ্গে মুখ খুললেন পরীমণি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩


এবার রাজ প্রসঙ্গে মুখ খুললেন পরীমণি
রাজ-পরীমণি

ঢালিউডের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমণি-শরিফুল রাজ। ভালোবসে বিয়ে করেন তারা। মাঝে মধ্যেই সম্পর্কের টানাপোড়েনে থাকেন এই দম্পতি।  


কয়েকদিন আগেও বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন পরীমণি। তবে সব অভিমান ভুলে ফের এক হয়েছেন তারা। ইতোমধ্যে রাজের বাসায় ফিরেছেন পরী। বাসায় ফিরে এ অভিনেত্রী জানিয়েছেন এখন নাকি রাজ তার কথা শুনছেন।


পরীমণী বলেন, প্রথম দিকে পাগলামি করলেও আস্তে আস্তে নিজের ভালো বুঝতে পারছেন রাজ। সেই সঙ্গে আমার সব কথাও শুনছে এখন। 


রাজের বিষয়ে তিনি আরও জানান, , একদিনে তো আর মানুষের সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, সময় তো লাগবেই। আশা করছি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। 


জেবি/এসবি