শুভ’র কথায় গাইলেন মিনার রহমান
সাইফুল বারী
প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার রহমান। সম্প্রতি এম এ আলম শুভ’র কথায় কণ্ঠ দিয়েছেন তিনি। ‘কোথায় খুঁজি তারে’ শিরোনামে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।
মাহমুদ মাহিনের পরিচালনায় ‘কোথায় খুঁজি তারে’ নামে নাটকে গানটি শুনতে পারবেন শ্রোতারা। নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।
সুলতান এন্টারটেইনমেন্ট থেকে নাটক ও গানটি ভালোবাসা দিবসে প্রকাশ হবে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে গীতিকার এম এ আলম শুভ দৈনিক জনবাণীকে বলেন, পছন্দের একজন শিল্পী মিনার রহমান। আমার ক্যারিয়ারে আরেকটি ভালো গান যুক্ত হতে যাচ্ছে ‘কোথায় খুঁজি তারে’ গানটি৷ আশা রাখছি শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে৷
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা
