দুবাই গেলেন শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:১২ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৩
ঢাকাই ছবি শীর্ষ নায়ক শাকিব খান। একটি ‘অ্যাওয়ার্ড’ অনুষ্ঠনে অংশ নিতে দুবাই গেছেন তিনি।
রবিবার (১৫ জানুয়ারি) সেখানে উইনার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন সুদর্শন এই অভিনেতা।
দুবাইতে পৌঁছানোর পর এ শীর্ষ নায়ককে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজন কমিটির সংশ্লিস্টরা। এসময় আয়োজকদের গ্রুপ সেলফিতে ক্যামেরাবন্দি হন শাকিব খান।
ইতোমাধ্যে সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেতা। পোস্ট করার সঙ্গে সঙ্গে এই ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে।
ওই ছবিতে দেখা গেছে, শাকিব খানের পরনে রয়েছে সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট, সঙ্গে হালকা আকাশী রঙের ট্রাউজার। এলোমোলা চুল, আর চোখে পড়েছেন সাদা সানগ্লাস।
এমন সাধারণ লুকে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি।
জেবি/এসবি