নতুন মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের আর’বনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩
চলতি বছরের সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের সেরার মুকুট মাথায় পরলেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।
আর’বনিকে মুকুট পরিয়ে দিয়েছেন গতবারের মিস ইউনিভার্স রানাজ সান্ধু।
চলতি বছর মিস ইউনিভার্সের মঞ্চে সেরা ৩ নম্বরে স্থান করে নিয়েছেন ভেনেজুয়েলা ও দ্য ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী।
এ বছর মিস ইউনিভার্সের শীর্ষ ৩ প্রতিযোগী। দ্বিতীয় রানারআপ হয়েছেন দ্য ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল মিস ইউনিভার্স হওয়ার।
ভারতের মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধু গত বছর আরও একবার মিস ইউনিভার্সের মঞ্চে হেঁটেছেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
জেবি/এসবি