বলিউডে শুটিং শেষে যা বললেন জয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের জয়া আহসান। প্রথমবার বলিউড চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। সিনেমার নাম ‘করক সিং’। এটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
সম্প্রতি সিনেমার শুটিং শেষ করেছেন জয়া। শুটিং শেষে ভক্ত-অনুরাগীডের সঙ্গে শেয়ার করলেন কাজের অভিজ্ঞতা। শুটিং প্যাকআপের কিছি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছন তিনি।
জয়া লেখেন, 'আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।'
তিনি আরও বলেন, 'একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই সিনেমার শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।'
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা
