রাজ-পরী দুবাই যাচ্ছেন না কেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:১৬ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩

ঢাকাই ছবির আলোচিত সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। সম্প্রতি দাম্পত্যের টানাপোড়নে পড়েন তারা। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সুখে সংসার করছেন এই দম্পতি।
এর মাঝেই শোনা যাচ্ছিল, এক সঙ্গে দুবাই যাচ্ছেন তারা। সেখানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেওয়া কথা ছিল। তবে পরীমণি জানান, দুবাই যাচ্ছেন না তারা। এ সফর বাতিল করেছেন নিজেরাই।
দুবাই সফরে যাওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, 'যাওয়ার কথা ছিল, এখন আর যাচ্ছি না। তবে রাজ এর বাইরে আমাকে তিনটি দেশের নাম দিয়েছে, যেকোনো একটা দেশে যাব। কোন দেশ, এখনই বলছি না। দেশের বাইরে মজা করতে যাচ্ছি না আমরা।'
তিনি আরও বলেন, 'বাবুকে (রাজ্যকে) সঙ্গে নিয়ে প্রথম দেশের বাইরে যাব। তার জন্য একটু ঘোরাঘুরিতো হবেই। রাজ্যের পাসপোর্ট হয়নি এখনও। তাছাড়া আমাদের মধ্যে একটু ভুল–বোঝাবুঝি হয়েছিল, এখন ঠিকঠাক হয়েছে। একসঙ্গে কিছুদিন দেশের বাইরে থাকলে সম্পর্কের জায়গাটা আরও শক্তিশালী হবে।
আগামী ২০শে জানুয়ারি মুক্তি পাবে সিয়ামের সঙ্গে অভিনীত ‘এডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। এটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা
