'শত্রুদেরও যেন এমন অসুখ কখনও না হয়'


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:২২ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩


'শত্রুদেরও যেন এমন অসুখ কখনও না হয়'
হানি সিং

ভারতের জনপ্রিয় গায়ক হানি সিং মাঝখানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অবস্থা  এতটাই বেগতিক ছিল যে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করতেন তিনি। 


সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন  হানি সিং। তিনি জানান, অসুখ বুঝতেই দু’বছর লেগে গিয়েছিল তার। এরপর চিকিৎসা করাতে ব্যয় হয়েছে আরও তিন বছর। 


হানি সিং বলেন, ‘আমার শত্রুদেরও যেন এমন অসুখ কখনও না হয়।’ শুধু অবসাদ নয় সাইকোটিক বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। হানি বলেন, ‘আমার মানসিক অসুখের কোভিড হয়েছিল। প্রতিদিন প্রতিটা রাত আমি মৃত্যু কামনা করতাম।’ 


মানসিক অসুস্থতার জেরে নষ্ট হয়েছে ঘুম, হারিয়েছেন মানসিক ভারসাম্য। এমনকি নিজের আচরণে নিজেই অস্বস্তিবোধ করতেন। 


এ প্রসঙ্গে তিনি জানান ‘ব্লু আইজ’ খ্যাত হানি। গত কয়েক বছরে প্রচারের আলো থেকে একেবারেই সরে গিয়েছিলেন হানি সিং। ইন্ডাস্ট্রিতে কাজ করেননি। ঘিরে ধরেছিল অবসাদ। নিজের জায়গা ফের ফিরে পাবেন তো? মাঝেমধ্যেই এরকম ভাবনা গ্রাস করত তাকে।


জেবি/এসবি