প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ইসলামী ব্যাংকের অনুদান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৬ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩


প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ইসলামী ব্যাংকের অনুদান
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ইসলামী ব্যাংকের অনুদান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের লক্ষ্যে ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।


রবিবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকটির চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান ও ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। 


এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়।