অবশেষে ডিভোর্সটা হয়েই গেল: নচিকেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৩
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জন্যই বেশ পরিচিত তিনি। সম্প্রতি রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক। যেখানে ডিভোর্সের কথা উল্লেখ করেছেন নচিকেতা।
সোমবার (১৬ জানুয়ারি) রাতে তার অফিসিয়াল ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। নচিকেতা লেখেন, যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল! তবে কার ডিভোর্স হয়েছে সেটা খোলাসা করেননি তিনি।
কিন্তু অনেকেই ধরাণা করেছেন হয়ত নতুন কোনো গান আসছে এই সংগীতশিল্পীর। যার শিরোনাম হতে পারে, ‘যা! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।
আর এই পোস্টি দেওয়ার পরই নেটজনতার মন্তব্যের ঝড় উঠেছে নচিকেতার কমেন্ট বক্সে। তার অধিকাংশ ভক্ত-অনুরাগীই জানতে চেয়েছেনে এই পোস্টের রহস্য আসলে কী।
জেবি/এসবি