ওয়েব সিরিজে মিম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৩


ওয়েব সিরিজে মিম
বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতার  কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‍'মানুষ‍' ছবিতে অভিনয় শুরু করেন বিদ্যা সিনহা মিম। এখন সেই ছবির শুটিংয়েই কলকাতায় অবস্থান করছেন তিনি।


এর মধ্যেই জানা গেল প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজটি নির্মিত হবে ওটিটি প্লাটফর্ম হইচইয়ের জন্য। 


জানা গেছে, ওয়েব সিরিজটিতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে দেখা যাবে এফ এস নাঈম ও সুমিত সেন গুপ্তকে। 


ওয়েভ সিরিজটি বানাবেন নির্মাতা সানী সানোয়ার। তিনি জানান,  এই বিষয়ে হইচই থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


নতুন এই ওয়েব সিরিজের বিষয়ে মিম বলেন, 'প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করছি। ভালো গল্প, আর চরিত্রটাও দারুণ! অবশ্যই ভালো লাগছে। কিন্তু এ বিষয়ে এখনই বিস্তারিত বলা আমার জন্য বারণ।'


তিনি আরও বলেন, 'প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে সব। তবে হইচই-এর গল্প বলার ধরন আমার ভালো লাগে। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে ভালো কিছুই হবে মনে করছি।'


জেবি/এসবি