হিরোকে অলটাইম সবাই জিরো বানাতে চায়: হিরো আলম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৬ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩


হিরোকে অলটাইম সবাই জিরো বানাতে চায়: হিরো আলম
হিরো আলম

অভিনেতা হিরো আলম বলেছেন, মাহিয়া মাহি, ক্রিকেটার মাশরাফি এবং গায়িকা মমতাজ যদি প্রার্থী হতে পারে তাহলে আমি কেনও পারবো না।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই বলে আদেশ দেন।


তিনি বলেন, আইনের ওপর আমার শ্রদ্ধা ছিল, নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করলেও অন্তত আদালতে বিচার পাবো। সেই বিচার পেয়েছি। এখন আমার নির্বাচন করতে বাধা নেই। এবার প্রচারে নামবো।


এর আগে বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। 


তিনি বলেন, হিরোকে অলটাইম সবাই জিরো বানাতে চায়। কিন্তু হিরোকে কেউ জিরো বানাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। আমি শেষ পর্যন্ত দেখবো।


এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমরা আইনিভাবে এগোচ্ছি। ওনারা আপিল বিভাগে গেলে আমরাও সেখানে যাবো।