সিনেমায়ও আমার অভিনয়ের ইচ্ছা আছে: মেহজাবীন চৌধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩
দেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে অভিনয় করে বেশ প্রশংশিত হয়েছেন তিনি। তবে সিনেমায় তাকে দেখা যায়নি। দর্শকের চাহিদা থেকেই সিনেমায় অভিনয়ে তারও আগ্রহ আছে বলে জানা যায়।
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, 'অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। ছোট কিংবা বড় পর্দা যা-ই হোক না কেন, আমি অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছাকাছি থাকতে পছন্দ করি। আমি যেহেতু অভিনয় করি, তাই সিনেমায়ও আমার অভিনয়ের ইচ্ছা আছে। তবে কবে নাগাদ সিনেমায় অভিনয় করব তা এখন বলতে পারছি না।'
তিনি আরও বলেন, 'থ্রিলার সিনেমা দেখি, আমি এটা খুব এনজয় করি। থ্রিলার সিনেমা দেখতে আমিও পছন্দ করি।'
মেহজাবীন বলেন, 'আমি সবসময় থ্রিলার সিনেমা দেখি। এগুলো বেশি এনজয় করি। নিশ্চয়ই এ ধরনের কাজের একটা অংশ হতে আমারও খুব ভালো লাগবে। সিনেমায় আমার এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহ আছে।'
সম্প্রতি 'কাজলের দিনরাত্রী' নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়াও জানুয়ারির শুরুতে শুটিংয়ে অংশ না নিলেও দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন এ অভিনেত্রী।
জেবি/এসবি