সোনার দাম কমল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০১ পিএম, ১৮ই জানুয়ারী ২০২৩


সোনার দাম কমল
সোনা

বিশ্ববাজারে সোনার দাম কমেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।


এতে প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯০৪ ডলার ৮৭ সেন্টে। সোমবার (১৬ জানুয়ারি) যার মূল্য ছিল ১৯১৮ ডলার ৬৬ সেন্ট। 


এদিন যুক্তরষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯০৯ ডলার ৯ সেন্টে।  গত সোমবার যা ছিল ১৯২৩ ডলার ২০ সেন্ট। 


এ সময়ে মার্কিন ডলার সূচক বৃদ্ধি পেয়েছে  শূন্য দশমিক ২ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীর কাছে সোনা ব্যয়বহুল হয়ে গেছে। তাতে দামি ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে।


হাই রিজ ফিউচার্সের মেটালস ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেগের গণমাধ্যমকে বলেন, বুলিয়ন মার্কেটে চড়া প্রবণতা আছে। এদিন স্বর্ণের দরপতন হয়েছে। তবে এটিকে সাময়িক হিসেবে দেখছি আমরা।  তিনি বলেন, ডলারের দাম নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি স্থির হয়েছে। ফলে সোনার বাজার ইতিবাচক থাকবে বলে আমরা মনে করছি।


জেবি/এসবি