বেড়েছে আমানত

‘দেশে কমলো কোটিপতির সংখ্যা’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩


‘দেশে কমলো কোটিপতির সংখ্যা’
‘দেশে কমলো কোটিপতির সংখ্যা’

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাংকে মোট আমানতের পরিমাণ বাড়লেও কমেছে কোটি টাকা আমানতকারীর সংখ্যা।


বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংকগুলোতে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল এক লাখ ৮ হাজার ৪৫৭ জন। সেপ্টেম্বর শেষে কোটিপতির সংখ্যা কমে দাঁড়ায় এক লাখ ৬ হাজার ৫২০ জনে। সেই হিসেবে তিন মাসের ব্যবধানে দেশে কোটিপতি কমেছে ১ হাজার ৯৩৭ জন।


বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, কোটি টাকার হিসাব কমে যাওয়া মানে এসব অর্থ অন্য খাতে চলে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ফ্ল্যাট, প্লট ও জমির দাম অনেক বেড়ে গেছে। বিত্তশালীরা ব্যাংক থেকে টাকা তুলে জমি বা ফ্ল্যাট কিনে রাখছেন। কারণ এসবের দাম সাধারণত কমে না, বাড়তেই থাকে। এ ছাড়া অনেকে ডলার কিনে রাখছেন।